একদিন বিহগ ছিলাম, দূর নীলিমায়,
মুক্তমনা উড়াচল বিহগ ।
গজারীর শাখায় ছিল খঁড়কুটোর বাসা,
ডানায় রৌদ্রের গন্ধ মুছে,
ক্লান্ত তনু এলিয়ে, নিয়েছি মুক্তির স্বাদ ।
কুঞ্জনমুখরিত ছিল স্বপ্নের পঞ্চবটী,
অক্ষিতে ছিল স্বপ্নের নির্ঝর,
স্বার্থের অলক্ত কভৃু স্পর্শেনি পদ,
অভয়ারণ্যে ছিল না'ক, অক্ষটীর বিচরণ
স্বার্থের মেকি নহর ছিল, অক্ষির অগোচর।
আজ বড্ড পাল্টে গেছে সব,
তমস্যার ঘোরে নির্বিকার, আমার সভ্যতা ।
হাজার বছরের জীর্ণ গুহায় বদ্ধ আমি,
চারিপাশেই হেরি, স্বার্থের মেকি রূপ,
বিবর্ণ হিয়ে আজি,
খড়মাটির জীর্ণ ইতিহাস।
আমি ভুলে গেছি মুক্তির স্বাদ,
পরাভূত জীবনের জীর্ণতা লয়ে,
এ আমার নবোউন্মেষ।

               যবণিকা
রচনাকালঃ ২৩/০৩/২০১৫ ইং