এই ছেলে,
ছুঁয়ো না আমায় !
ভালবাসি বলে,
এত্ত কিছু......
আমার ঠোঁটে,
ঠোঁট মিশাতে এসো না,
তাতে মেখে রেখেছি,
বিষাক্ত হেমলক !
বক্ষে স্পর্শ করতে এসো না,
তাতে বিধ্বংসী স্পর্শ বিস্ফোরক !
কোমল অঙ্গে,
কেউটের বিষ !
নিঃশ্বাসে বিষাক্ত ক্লোরিন !
কাঁচা কদলী খেতে এসো না,
তেতো লাগবে ।
শুধু দেখা হবে,
চোখে চোখে কথা হবে ।
আর........
না, থাক ।
রাগ করো না প্লিজ,
একটু সবুর করো ।
মনকরো হিমাগারে সংরক্ষিত
এ যৌবন !
পারো তো লয়ে যাও,
পুরো হিমাগার ।
সংরক্ষিত এ নব যৌবন,
শুধুই যে তোমার ।
যবণিকা