লামিয়া,
ভেবেছিলাম তোমায় নিয়ে,
ছোট্ট এক কুঁড়েঘর বাঁধবো ।
যেমন করে দুটি পাখি,
খড়কুঁটোয় বাঁধে বাসা,
একই ডালে,
ভেঙ্গে পড়ার ভয় রাখে না,
কাল বোশাখেও ।
কিন্তু তুমি........?
তুমি আজ কংক্রিটের রাজ্যে,
ইষ্ট পাথরে তোমার ঘর !
স্বার্থের একোরিয়ামে,
তুমি আজ গোল্ডফিস,
চুম্বন দাও বৈভব শিলায়।
দম্ভের শিখরে তুমি অনড়,
পাথরের বেষ্টনীতে,
তোমার ভালবাসা।
মিশে আছো রঙচটা,
পাথরের সনে,
দম্ভে গড়া স্তম্ভের মত।
বেশ তো,
ভালই মানিয়েছে,
পাথরের শোভা তো, পাথরেই মেলে ।
যবণিকা
রচনাকালঃ ১৩/০৩/২০১৫ ইং