পুষ্প যতই অনিন্দ্যই হোক,
একদিন তা ঝরবেই,
জীব যতই বলীয়ানই হোক,
একদিন সে মরবেই।
থাকনা খ্যাতি অদ্রীসম,
কালের স্রোতে গলবেই,
অক্ষির অগোচর হলে পরেই,
একদিন সবে ভুলবেই।
দিবস যতই উজ্জ্বল হোক,
যামিনী একবার আসবেই,
সুখের প্রাচীরে ঘিরে থাকলেও,
পতন তোমায় নাশবেই
জনম জীবের যতই হোক,
দমন ততই আসবেই,
শমন রণে পরাস্ত হয়ে,
মৃত্তিকাতে মিশবেই ।
নদী যতই নিস্রোতা হোক,
কূল সে ভাঙবেই,
মহাবিশ্ব ধ্বংস হলেও,
সময়ের গতি থাকবেই ।
পত্রপল্লব ঝরে গিয়ে,
নব কিশলয় জাগবেই,
জীর্ণতা ঝেড়ে গিয়ে,
নব শিশু হাসবেই ।
বেলার শেষে ক্লান্ত বেশে,
বিহগ নীড়ে ফিরবেই,
গগণ চুম্বি দম্ভ খ্যাতি,
একদিন চূর্ণ হবেই ।
যাহা সৃষ্টি তাহাই নশ্বর,
কেবল অমর একাই ঈশ্বর,
যেখানেই বংশ,
সেখানেই ধ্বংস,
চিরায়াত বাস্তবতা,
তবুও লড়তেই হবে, আমরণ দুর্দমতা ।
-------০-------
রচনাকালঃ ১৭/০৩/২০১৫ ইং