আমি খেটে খাওয়া মানুষ ভাই,
জীবন রণতুর্য বাজিয়ে,
তাদেরই গান গাই
আমি মাঠের শ্রমিক ভাই,
কৃষকের মুখের হাসি দিয়ে,
কাব্য সাজাই ।
যে শ্রমিকের শ্রমে ঘামে, সাজে সভ্যতা,
সেই শ্রমিকের ঘামে ভেজা,
আমার কবিতা ।
ওঁই দেখো হায় !
কে লাথি মারে, শ্রমিকের গায়,
অন্তরালে কারা, রক্তশুষে খায়,
শত ধিক্কার ছুঁড়ি, তাদের গায় ।
ওরে তঞ্চক নরপিশাচ,
যে বসন গায়ে পড়িস,
তাতেই অনল লাগাস ?
আমি জনতার কবি ভাই,
জনতার মাঝেই অনন্তকাল,
বেঁচে থাকতে চাই ।
আমি মজলুম, দুর্বল,
তবু কাহারেও না ডরি,
সত্যের পথে আমার তরী,
রাসূল কান্ডারী,
জনতার তরে লড়ে লড়ে,
বারবার যেন মরি ।

                  যবণিকা

রচনাকালঃ ০৮/০২/২০১৫ ইং