পড়ন্ত বিকেলের স্বর্ণালী প্রভায়,
দেখেছি কতো কপোত কপোতীর,
উষ্ণ খুঁনসুটি,
কোমল ঘাসে লুটোপুটি ।
কোমল ঊরুতে মস্তক রেখে,
ঢাল হয়ে শুয়ে থাকা যুবক,
অপলক দৃষ্টি যুবতীর চোখে মুখে,
মধুপূর্ণ মৌচাকে ।
কোমল হস্ত সজোরে চেপে দেয়া,
কোমল কপোলে চিমটি আঁটা,
চলতি পথে, পা ঠেলে হোঁচট খাওয়ানো,
ক্ষণিকের অভিমানে, বিপরীতমুখী হয়ে,
পিঠে পিঠ লাগিয়ে বসা,
ফুল লয়ে কাঁড়াকাঁড়ি,
উষ্ণ আদরে বাড়াবাড়ি,
নাক টেনে ঝগড়া করা,
চোখে চোখে চিমটি কাটা,
হাস্যরসে কাঁতুকুঁতু,
আরো কত কি........
কিন্তু দেখেই গেলুম সবই,
আজও আমার হলো না.....।
যবণিকা
রচনাকালঃ১৫/০২/২০১৫ ইং