নারী তুমিই ধন্য,
তোমার জঠরে জন্মিলো রাসূল,
মুখে নিলো তোমারি স্তন্য ।
নারী তুমিই ধন্য,
সারা জাহানের পূণ্যদাতা,
তুমিই দিলে তায় অন্ন ।
নারী তুমিই ধন্য,
তোমার জঠরের রক্তচোষে,
মানব কূলের জন্ম ।
নারী তুমিই ধন্য,
তামাম জাহানই চির ঋণী,
তোমার একফোঁটা দুগ্ধের জন্য !
নারী তুমিই ধন্য,
যুগে যুগে পুরুষের তরে,
জোগিয়েছো প্রেরণা, করেছো পূ্র্ণ
নারী তুমিই ধন্য,
নানান রূপে ভালবাসা দিয়ে,
জগত করেছো ধন্য ।
নারী তুমিই ধন্য,
সকল জাতি ধর্মে বর্ণে,
তুমিই অগ্রগণ্য ।
নারী তুমিই ধন্য,
স্রষ্টার পরেই তোমার স্থান,
মাতৃত্বের জন্য ।
পুরুষ নারীর তরে আর,
নারী পুরুষের তরি,
পুরুষ দিলো এক বিন্দু জল,
আর সন্তান দিলো নারী ।
স্রষ্টা দিলেন গুপ্তাকারে,
প্রকাশ নারীর জন্য,
তারি তরে সৃষ্টির মাঝে,
" নারী তুমিই ধন্য "।
------০-------
উৎসর্গঃ বিশ্বের সকল নারীদের তরে।@
রচনাকালঃ ০৮/০৩/২০১৫ ইং