আমি তো মিটিমিটি জ্বলা এক,
ক্ষুদ্র জোনাকি ।
দূর গগনে, তিমির ঘেরা ক্ষণে,
উড়ে চলি, ক্ষীণ প্রদীপ জ্বেলে।
আমি প্রবল পবনে
ভয় পাই,
যদি পাখনা ভেঙ্গে পড়ে যাই !
তবুও সাহিত্যের এ বিস্তৃত গগণে,
তিমির ঘেরা ক্ষণে,
ক্ষীণ প্রদীপ জ্বেলে যাই আনমনে ।
হে প্রদীপ্তমান,
ধীমান, শ্রীমান,প্রজ্ঞাময়ী,
প্রোজ্জ্বলিত প্রভার নক্ষত্রপুঞ্জ
কবি বন্ধুবর,
তোমাদের প্রোজ্জ্বলিত প্রভায়,
সাহিত্যের তিমিরাছন্ন গগণ,
দিনমণির প্রভার ন্যায় আলোকিত হোক।
এ ক্ষুদ্র জোনাকি,
তবুও মিটিমিটি জ্বলবে,
হয়ত তা,
কাহারো অক্ষিগোচর হবেনা,
দিবসের তীক্ষ্ণ আলোয়,চন্দ্রের শোভা
যেমন ম্লান।
তবুও জ্বেলেই যাবো,
জোনাকির মত সাহিত্যাকাশে,
মোর এ ক্ষীণ প্রদীপটুকু।
যবণিকা
রচনাকালঃ ২৮/০৮/২০১৪ ইং