"মাগো, আমায় একমুঠো মাটি দিবি !
কেন রে, কোথায় নিবি" ?
দূর প্রবাসে........
যেথায় তুই নেই, তোর স্নেহ নেই,
নেই বীরপ্রসূ মৃত্তিকার সুঘ্রাণ।
এ মাটি শিহরে রেখে নিদ্রা যাবো,
সুঘ্রাণ পেয়ে জেগে ওঠবো,
যেভাবে পাই, তোর কোমল হস্তের সুগন্ধ !
যে স্নেহে তুই জাগাস মোরে,
এ বাংলার মাটি যে, আমার মা !
"নে আঁচলটুকুও ছিঁড়ে দিয়েছি,
তাতে বেঁধে নে,
ভেবে নিস আঁচলে মোড়ানো তোর মা"!
মনে রাখিস, দূর প্রবাসে তোর শমন হলেও, তোর মা যেন বঙ্গেতেই
ফিরে আসে,
অনাদরে কোথাও যেন, গুমরে না কাঁদে,
এ মাটির এক একটি কণা,
এক একটি তিতুমীর,
এক একটি সালাম,
এক একটি মতিউর ,
এক একটি সতী নারীর সম্ভ্রম !
কৃষকের ঘর্ম, ছেলেহারা মায়ের অশ্রু,
আর দামাল ছেলের রক্তস্রোতে সিক্ত,
পরম পবিত্র এ মাটি
প্রয়োজনে ফের, অজস্র জীবন দিবো,
তবুও বর্গীকে  দিবো না,এক মুঠো মাটি ।
সযতনে রাখিস,
যেন দূরপ্রবাসে, গুমরে না কাঁদে,
এ পরম পবিত্র ধন।
    
                         যবণিকা
রচনাকালঃ২১/০২/২০১৫ ইং