উত্তরী হিমবাহে, শীত শীত লাগে,
গাছে গাছে কঁচি কঁচি কিশলয় জাগে।
আমের মুকুলে শুনি, পাখিদের গান,
চুপিচুপি ডালে ডালে, কোকিলের তান ।
ফাগুনের ঝরাপাতা, স্বাগত জানায়,
একুশ যে এসেছে, আবার ধরায় ।
পলাশ কৃষ্ণচূঁড়া, হয়েছে লালে লাল,
শিমুল ফুলে ভরে গেছে, শিমুলের ডাল।
গোলাপ গাঁদা যূঁই,মেলেছে পাঁপড়ি বৃতি,
হৃদয়ে গাঁথা আছে, তোমাদের স্মৃতি ।
মায়ের ভাষার তরে, ত্যজিয়েছো প্রাণ,
ভুলিনি'ক ভুলবো না, তোমাদের দান ।
তোমরা যে চির মহান, চির মহীয়ান,
বাংলা এ ভাষা সে তো, তোমাদেরই দান।
থাকিতে দেহে তব, রক্ত মাংস প্রাণ,
সইবো না সইবো না কভু, ভাষার অপমান।
যবণিকা
রচনাকালঃ ০৪/০২/২০১৩ ইং