আমায় শহীদ মিনারে যেতে বলোনা,
পুষ্প দিতে,
যেতে বলোনা স্মৃতিসৌধের কাছে,
আমি যাবোনা বধ্যভূমিতেও !
প্রস্তর তলে শ্রবি সেথায়, চাপা ক্রন্দন,
ধিক্কারে জর্জরিত হই বারংবার।
কান পেতে শ্রবি শহীদদের আত্মচিৎকার,
বীভৎস ধিক্কার ।
তাঁরা বলে, আমরা তো টগবগে রক্ত ঝরিয়েছি, সোনার বাংলার তরে,
এ অন্যায় অত্যাচার, প্রতিহিংসার রাজনীতি,
আমরা তো চাই নি ?
আমরা তো মরেছি, মানবের কল্যাণে,
কোথায় সেই মানব কল্যাণ ?
কেন আজও ধর্ষিত হয়, অবলা নারী ?
রাজপথে চলে গলিত লাশের ,
নগ্ন মিছিল ?
দুর্নীতির গ্রাসে কেন এ মানব সভ্যতা নগ্ন ?
পেট্রোল বোমায় কেন পুড়ে,
মানব কল্যাণ ?
মুখোশের অন্তরালে, রক্তচোষা জানোয়ার,
কেন করে অসহায়দের শোষণ ?
আজও কেন, অজস্র মায়ের
চক্ষে অশ্রুঝরে,
ধিক্কার ধিক্কার ধিক্কার,
তোদের তরে ।
যবণিকা
রচনাকালঃ১৮/০২/২০১৫ ইং