আমি চাই না সেই, একুশ কিবা একাত্তুর,
যাতে মিশ্রিত তপ্ত রক্তের স্রোত,
বিষাদ অলক্ত,
রিক্ত মায়ের অশ্রুতে সিক্ত ।
আমি চাই না সেই,
রক্তাক্ত পতাকা,
যার তলে অসহ্য বারুদের গন্ধ, নেই সত্য
ন্যায় আর প্রকৃত স্বাধীনতা ।
আমি চাই,
দুঃসাহসীকতায় আঁকড়ে ধরা,
অন্যায়ের শিকল ছেঁড়া,
বীর শহীদদের ফিরে পেতে,অন্যায়ের
ভীম খড়গ,
রুদ্ধ করে দিতে ।
আমি একুশকে জানিনা,একাত্তুর ডাকিনা
ডাকি শুধু সেই চেতনা।
ফিরে এসো, সেই বীর বীরাঙ্গনা
মানবের মনে,
জাগ্রত করো তরুণ, ন্যায়ের ঐক্যতানে
আমি ধিক্কার জানাই,
সেই গণতন্ত্রকে,
যাতে নেই, সত্য বলার
পূর্ণ অধিকার,
দুঃশাসনের প্রেষণে অতিষ্ঠ
জনতার সংসার।
ক্ষমতা আর অর্থের দাপটে, ন্যায় সত্য,
যেথায় বিকল,
আমি সেথায় ডাকি, সেই চেতনা
ছিন্ন করতে,
সেই শিকল।
এ জীর্ণ রাজনীতিকে নাকে খৎ দিয়ে
ছুঁড়ে ফেলে দিতে নর্দমায়,
ছুঁড়ে ফেলে দিতে, সুদ ঘুষ দুর্নীতি,
দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ,
বিশ্বের বুকে চির উন্নত শিরে, দাড়াবে
তবেই বাংলাদেশ।
যবণিকা
রচনাকালঃ১৭/০২/২০১৫ ইং