বসন্ত অতঃপর.......
বৃক্ষে নব কিশলয়, আম্র বউলে মুখরিত মৌ,
রঙিন সাঁজে শিমুল, পলাশ,
মুখরিত সমীরণ ।
কিশোরীর বাসন্তী বিলাস,
মাথায় বাহাড়ি ফুলের রিং, রঙমাখা কপোল,
জোড় কপোত কপোতীর প্রেমালাপন, খুনসুটি
ভ্যালেনস্টাইনসের উষ্ণ পরশ,
নব দম্পতির মধুচন্দ্রীমা আর উৎসবে মত্তক্ষণ।
ফাল্গুনী পবনে ঝরে গেছে কতো পত্র
পল্লব,
অসীম জীর্ণতা বক্ষেলয়ে বিদায় শীতার্ত
কুহেলিকা,
কত কষ্ট ছিল ঝরে যাওয়া পত্রের,
কেই বা তার হিসেব রাখে ?
এ মধু বসন্তে, আমি জীর্ণ,
বসন্তের এ সুখ, বুঝি আমার জন্যে নয়,
অজস্র জীর্ণতার গহ্বর লয়ে,
আমি যেন, ঝরেপড়া একটি পত্র।
যবণিকা
রচনাকালঃ১৬/০২/২০১৫ ইং