কতক নীহারিকাপুঞ্জ উল্কার ন্যায়
              ধাপিত হয়ে,
         পু্ঞ্জিভূত হয়েছিল
    "বাংলা একাডেমী প্রাঙ্গণ "।
মৃগাক্ষীদ্বয়ের মিটিমিটি চাহনি,
তুখড় নক্ষত্রপুঞ্জের বিচ্ছুরিত প্রভাদীপ্তি,
        প্রদীপ্ত ছিল কিছুক্ষণ,
নজরুল মঞ্চ, সোহরাওয়ার্দী উদ্যান,
        একুশে বইমেলা প্রাঙ্গণ,
সূচিত হয়েছিল, একটি মাহেন্দ্রক্ষণ ।
        ফাগুনের আগুনঝরা ক্ষণ,
ভ্যালেনস্টাইন'স মুখরিত উৎসবে,
    নক্ষত্রপুঞ্জের হস্তে উন্মোচিত,
         "শতরূপে ভালবাসা"।
তারপর স্টল হতে স্টলে, চা আড্ডা, খুনসুটি
         এটা সেটা কত কি....
দিনমনি পশ্চাৎ পাটে অস্তগামী ,
যেন তুষারাদ্রি হতে একরাশ কুজ্ঝটিকা,
          আবছা করে দিল মধুক্ষণ।
পূর্ণ তৃপ্তি , অদ্রিসম দীপ্তি লয়ে,
        যমুনার জল যমুনায়।
                যবণিকা
রচনাকালঃ১৪/০২/২০১৫ ইং