হেলেনের তরে যতটুকু রক্ত ঝরেছিল,
ঘটেছিল যতটা ধ্বংসযজ্ঞ,
আর রক্তের স্রোত ।
বিধ্বস্ত হোক অজস্র ট্রয়, মায়ান,
ঘটুক যতই রক্তের সিন্ধু,
তার চেয়ে সহস্রগুণ রক্তের প্রয়োজন হলেও,
নির্দ্বীধায় নির্বিশঙ্কে বলবো,
তুমি আমারি ।
তোমার তরে বধ করতে পারি,সহস্র একিলিস,
ঐন্দ্রজালিক ইন্দ্রজিৎ,
তঞ্চক দশানন।
ধূর্জটীর পিনাক, বিষ্ণুর সুদর্শন,
আর স্বয়ং স্রষ্টার কলমও
উল্টো চলবে !
কেননা, আমি সত্য ও ন্যায়বাদী
নির্ভীক প্রেমিক ।
শুধু পবিত্র প্রেমের নিত্রস্ত হস্তে ধরে রেখ,
মোর হস্ত,
দেখে নিও,
শমনকেও স্তব্ধ করে দিবো,
একদিন।