শনির দৃষ্টি,
পেট্রোল বোমায় জলন্ত বাসটি দুমড়ে
      মুচকে পড়ল মতিনের উপর ।
                   নিরীহ মতিন ,
      রিক্সাচালিয়ে দু'পয়সা কামায়।
        ঝলসে গেল মতিনের সর্বাঙ্গ,
         তড়িঘড়ি করে হাসপাতাল,
                   তারপর মর্গে
           অন্ধের যষ্ঠির সুঠাম দেহ,
ঝলসনো কাবাব হয়ে, ফিরে এলো বাড়ি
      বৃদ্ধ পিতার ঊনপঞ্চাশ বায়ূ ত্যাগ,
                   তা হেরি ।
      অনটনের সংসারে নেমে এলো,
              কাল  বোশেখের ছায়া ।
              বিনে ঔষধে মুমূর্ষু মাতা,
অর্থের সংকটে স্কুল ছেড়ে রাস্তায় দু'বোন
                  দু'পয়সা কামায়  ।
মতিনের স্ত্রীও, মাস ছয়েক অশ্রুঝরিয়ে,
                  ধরে নিল অন্যহস্ত
     বিনে চিকিৎসায় ইহলীলা সংবরণ ,
                  মতিনের মাতার।
নবহস্ত লোটে নিলো মাথা গুঁজার ঠাঁই ,
                   এবার পতিতা,
              মতিনের আদরের বধূ !
    অভিসম্পাতের ঘোর তিমিরাচ্ছন্ন,
                নিষ্পাপ দুটি শিশুর
                         ভবিষৎ।
   উত্তর কোথায় ?  কে এর তরে দায়ী ?

        --------০-------
রচনাকালঃ০৯/০২/২০১৫ ইং