আমি একুশ দেখিনি বন্ধু,
দেখেছি তার প্রবল শাণিত, চেতনার সিন্ধু
আমি দেখিনি শহীদ ভাইদের,
টগবগে লোহিত রক্তের বহতা,
দেখেছি শুধু, রক্তের স্রোতে ভেসে আসা,
মহান স্বাধীনতা ,
আর পেয়েছি মাতৃভাষা,
লাল সবুজের পতাকা ।
ওরা কখনো মরবে না, দুর্মর চেতনা
কভু ঝরবে না ।
ওরা চেতনা হয়ে বারবার,
দুমরে মুচকে দিবে, দুঃশাসনের দেয়াল ।
ওরা অমর, অক্ষয়,
অবিনশ্বর।
ওদের বাহুতে, দুঃশাসনগ্রাসী ঈশ্বর ।
যুগে যুগে যাঁরা বিজয়ের তরে,
দিয়েছে প্রাণ নির্ভয়ে অকাতরে,
ওদের চেতনায় মোরা, বেঁয়ে যাবো
বিজয় তরী,
মাস্তুলে বসবে ওরা, ওরাই কান্ডারী ।
বিপদ আসিলে কভু, মাতৃভূমির প'রে ,
আমরাও সেদিন ইতিহাস গড়বো,
দেশের তরে মরে ।
যবণিকা
রচনাকালঃ০৯/০২/২০১৫ ইং