সেদিন প্রভাত বেলায়,
রক্তরাঙা সূর্য ওঠেছিল পূ্বাকাশে ,
বসন্তের পুষ্প সুবাস, মিশে ছিল বাতাসে।
থমথমে নিস্তব্ধ ছিল,
শহরের রাজপথ,
হঠাৎ দীপ্তকণ্ঠে, ছাত্র জনতা শপথ,
"রাষ্ট্র ভাষা বাংলা চাই "
স্লোগান মূখরিত পিচঢালা রাজপথ ।
বাঁধভাঙা সেই জনস্রোত
থমকে দিতে,
পাকাস্ত্র গর্জে ওঠে, ধ্বংসযজ্ঞে মেতে।
বিঁধলো বুলেট, ছাত্র জনতার বুকে,
ছিঁদ্র হল বুকের পাঁজর,
কিংবা মাথার খুলি,
রক্তস্রোতে ধূয়ে গেল, রাজপথের ধূলি ।
মা মা চিৎকারে থমকে
গেল গগন,
প্রকম্পিত হল ধরা, স্তব্ধ হল পবন।
কত মায়ের কলিজার টুকরো, বাবার
চোখের মণি,
টেঁনে হিঁচড়ে গুম করিলো,
বিদীর্ণ দেহখানি ।
চেতনার বীজ বপিত হল, লাখো
বাঙালির মনে,
চাপা আবেগ প্রস্ফুটিত স্লোগানে স্লোগানে
এলো বাংলা ভাষা ।
বাঙালি তখন ভাবতে শিখলো,
চির মুক্তির কথা,
সেই চেতনার রাজপথ ধরেই
এলো স্বাধীনতা
বাঙালি কভু ভুলবে না'ক,
সেই দিনের কথা,
সেই দুর্মর প্রাণের ঢেলে দেয়া,
রক্তস্রোতের ব্যথা ।
যবণিকা
রচনাকালঃ০৭/০২/২০১৫ ইং