শহীদের রক্তে পবিত্র তুমি,
আমার মাতৃভূমি ।
জেগেছে নবীন কিশোর যোয়ান,
একুশের চেতনায়,
আর কোন হায়েনা, হানা দিতে পারবে না
তোমায় ।
শহীদের রক্তস্নানে, এ বাংলা ভাষা,
ওগো বাংলা মা,
তোমার তরেই বারংবার, মরিবার নেশা ।
যুগ যুগান্তরে জাগবো মোরা,
একুশের চেতনায়,
আর কোন হায়েনা, হানা দিতে পারবে না
তোমায় ।
শোষণের পিঞ্জর ভেঙ্গে চূঁড়ে,
এনেদিলে যাঁরা এ বাংলা ভাষা,
তোমাদের তরে, শ্রদ্ধা ভরে,সাজাই নবীন
স্বপ্ন আশা ।
এ বাংলার স্তরে স্তরে, তোমাদের স্মৃতি,
রয়েছে ভরে,
যুগান্তরের চির বীর তোমরা,
চিরতরে চিরতরে।
আজি বাঁধ ভাঙা জোঁয়ার ওঠেছে
তোমাদের চেতনায়,
এ বাংলায়,
আর কোন হায়েনা, হানা দিতে পারবে না
তোমায় ।
তোমাদের চেতনা, জলোচ্ছ্বাস হয়ে,
ধুয়ে দিয়েছে, বিশ্বমাতার চরণ,
শ্রদ্ধায় ভরে, বিশ্বজুড়ে,
তোমাদের করে স্মরণ ।
একুশ তুমি বাংলার অহংকার, গর্বের ধন,
সাহিত্যের প্রাণ ।
যুগান্তরের সেই চেতনায়, আঁকি বাংলা
ভাষার আল্পনা,
একুশ তুমি ভুলে গেলেও,
বাঙালি তোমায়
ভুলবে না ।
যবণিকা
রচনাকালঃ০৬/০২/২০১৫ ইং
[♦বিঃদ্রঃ" মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা " উপলক্ষ্যে, পুরো ফেব্রুয়ারি জুড়ে ভাষা আন্দোলনের চেতনা সম্পর্কিত দেশাত্ববোধক কবিতা প্রকাশে প্রয়াস চালাবো।সকলের সহযোগীতা ও প্ররণা, আমার এ প্রয়াস সার্থকতা দান কবরে।
ইতিমধ্যে, "একুশ আমার অহংকার", "একুশ তুমি", ফাগুনের এক রাতে" ও আজকে "একুশের চেতনা " প্রকাশিত হলো।
ধন্যবাদ ♦]