আমার ছোট্টবোনের মুখে, শুনি কত
বায়না,
রাত পুহালেই লাগে যে তার, চিরুনি
আর আয়না ।
সারাদিন তার খেলার ছলে, দিন কেঁটে
যায় হেলে দোলে,
খাবার খেতে কখনো এলে,বোন আমাকে
ডেকে বলে,
"ওগো দাদা, লক্ষ্মী ভাবী এনে
আমায় দাও,
নয়লে কিন্তু আর খাব না, যতই খাবার
দাও ।
থাকলে ভাবী খাবার দিতো, কতই
আদর করি,
রাগ করিলে মান ভাঙাতো, মুখে
আয়না ধরি।
লাল টুকটুকে ভাবী আমার, আসবে
বলো কবে ?
খাটো চুলে বেণী গাঁথা, তবেই
আমার হবে ।
যবণিকা
রচনাকালঃ২৭/০৩/২০০৭ ইং