একি সুর গেলে তুলে,
       মম এ হৃদয়বীণার তারে,
ক্ষণে ক্ষণে বেজে ওঠে,
       উম্মাদ করে দেয় মোরে ।
একি মত্ততায়, ফেলে গেলে মোরে,
        কিসের ঢঙ্কা বাজালে,'
মোর মনোমন্দিরে ।
       বাঞ্ছা পূর্ব দিয়ে গেলে,
একি অপূর্ব সুধা,
        নির্জীব হৃদে জাগিয়ে দিলে,
অনন্ত ক্ষুধা ।
       ক্ষণিক দর্শনে, মিষ্টি বচনে,
চির তৃষ্ণার একি রুমাঞ্চ,
        এঁকে দিলে মনে ।
কাম্পনরত হল মোর, কোমল ধমনী,
        ওহে মনোহরা রমণী,
শিরাগহ্বরে জাগিয়ে দিলে, এ কোন কামিনী।
        ওহে চদ্রমুখী, তিলোত্তমা,
নিটোল হৃদ নদে,কিযে তরঙ্গ লহর দিলে,
        ওহে অনুপমা ।
আজি ছিঁন্নভিন্ন স্বপ্নগুলো,
        আঁকড়ে ধরতে বাঞ্ছা লয়,
নির্জীব এ হৃদ নগরে,
        দিলে একি, সুখের প্রলয় ।
জাগিয়ে তরঙ্গ, ফুটিয়ে ফুল,
        যদি ফের করে দাও,  সকলি নির্মূল,
তবে তা বলে যাও, সবকিছু দলে যাও,
সর্বনাশী  প্রণয়ে, ভাসাবো না কূল।

                    যবণিকা

রচনাকালঃ২৮/০৮/২০১৪  ইং