সুবহে সাদিকের পূর্বলগ্ন,
জোনাকির মত মিটিমিটি প্রদীপ
                   চারদিক ।
        ঝিরঝিরে  শীতল পবনে,
  শুভ্র কুহেলিকার হিম হিম পরশে,
           শিহরিত হচ্ছে তনু।
স্রষ্টার বন্দেগীতে মশগুল শত সহস্র
                    মুসলিম,
   কণ্ঠে তাদের "আল্লহু আকবার"
বিশ্ব ভ্রাতৃত্বের অটুট বন্ধন,বিশ্ব মুসলিম
                 মিলন মেলা,
            তুরাগ নদীর তীরে,
               বিশ্ব ইজতেমা ।
বিনিদ্র রজনী, অক্ষিতে নিদ্রা বিয়োগ,
        "আল্লাহু আকবার"ধ্বনিতে,
  "লা ইলাহা ইল্লাহু "জিকিরে মশগুল,
                বিশ্ব আশেকান,
               মুমিন মুসলমান।
আজি কহর দরিয়ার পাড়ে, লহর ওঠেছে
             "আল্লাহু আকবার"।
শুনি হজ্বের ধ্বনি চলমান জনস্রোতে,
   "লাব্বায়িক আল্লাহুম্মা,লাব্বয়িক"।
অশ্রুসিক্ত অক্ষিতে, আখেরি মুনাজাত,
       প্রাণের রাসূল এসেছেন বুঝি,
                মদীনা হতে ওঠি !
           ধন্য আজি কহর দরিয়া,
               ধন্য বিশ্ব ইজতেমা,
              ধন্য ধন্য মুসলমান,
     এ মিলন মেলা, এ পূণ্যের খেলা,
           থাকে যেন চির অম্লান।

                         যবণিকা

রচনাকালঃ১৭/০১/২০১৫  ইং