বিস্ময়ে স্তম্ভিত হই বারেবারে,
আজি তুরাগ নদীর দু'ধারে,
জনমানবের নামিয়াছে ঢল,
"আল্লাহু আকবর" রবে, মুক্ত কোলাহল ।
ওরে আজি, লাখো মুসলিম,
আশরাফ আতরাফ,
একই কাতারে পড়িছে সালাত,
ঘুচিতে পরিতাপ ।
আজি স্রষ্টার তরে, দু'হস্ত উন্নত করে,
মার্জনা যাচে, শত সহস্র ভুল,
আজি কানায় কানায় পূর্ণ,
কহর দরিয়ার দু'কূল ।
আজি এ তুরাগ নদীর তীরে,
বিশ্ব ইজতেমায়,
মিলেছে লাখো মুসলিম,চির ভ্রাতৃত্বের,
মিলন মেলায় ।
আজি এ তুরাগের তীরে,শুভ্র
পাঞ্জাবী পাগড়ীপরে ,
ধুলোয় লুটায় মুসলিম,
স্রষ্টার রহমতের তরে।
রাসূলের শানে,কোরানের তানে,
সবাই পাগলপারা,
স্রষ্টার তরে, লুটিয়েপড়ে উন্মাদ দিশেহারা।
আজি যেন জান্নাতের হাওয়াবহে ,
বিষাক্ত এ নগরীতে,
বড় গর্বের ধন, বিশ্ব মুসলিমের মিলন মেলা
এ বাংলাতে ।
আজি ফিরিবেনা কেহ রিক্ত হস্তে,
আখেরী মোনাজাত সিক্ত অক্ষে ।
স্রষ্টা যেন খুলিয়া দিলেন,
চির রহমতের দ্বার,
লাখো মুসলিমের অক্ষির জলে,
স্তব্দ হইল, সকল নার।
যবণিকা
রচনাকালঃ১৫/০১/১৫ ইং