♦♦♦কথিপয় বাণী♦♦♦
[বিঃদ্র:এ বাণীসসমূহ নিতান্তই, আমার মনের উক্তি।এগুলো কোন মহান ব্যক্তির চিরন্তন বাণী নয়।তাই এসব বাণীসমগ্র যদি কারো,কিঞ্চিৎ মনঃক্ষুণ্ণ ও ভুল হয়, তবে তা শুধরে নেওয়ার সুযোগ দিলে খুশি হব।]
♦"জীবের পরম বন্ধু, মহান আল্লাহ তা'লা "।
♦"মিথ্যাকে অস্তরে পোষে রেখোনা, স্বীকার কর। কেননা, এক সময় তা বিস্ফোরিত হবেই "।
♦"চোরের ধন আর কৃপণের মন, কখনোই মঙ্গল নয়"।
♦"মিথ্যা দিয়ে জয়ী হওয়া যায়, কিন্তু স্থায়ী হওয়া যায় না"।
♦"ভালবাসার মহাজাল, মৃত্যুও ছিঁড়তে পারে না"।
♦"মৃত্যু আছে বলেই, জীবন মহামূল্যবান "।
♦"মানুষ বহুরূপী নহে,তাহার কর্মই বহুরূপী "।
♦"জ্ঞানীগণ কখনো মরে না, শুধুই দেহ পতন ঘটে"।
♦"এ ধরায় শ্রেষ্ঠ সেই জন, মানবের কল্যাণে কাঁদে যার মন"।
♦"ক্ষুদ্রের মাঝেই বৃহৎ লুকায়িত, কেননা,ক্ষুদ্র হতেই বৃহৎ সৃষ্টি "।
♦"অন্ধজনের সবই কালো"।
♦"কাউকে ভালবাসলে, প্রয়োজনে তার তরে,আরেক জনমের অপেক্ষায় থাক, কিন্তু ভুলে যেও না"।
♦"অপেক্ষা ভালবাসাকে, সুদৃঢ় করে"।
♦"ভালবাসার জন্ম হয়, কিন্তু মৃত্যু হয়না"।
(Love is only born, but not death.)
♦"ভালবাসা নীরব ঘাতক"।
( Love is scilence killar.)
♦" মন ও মনের যোগসূত্রই ভালবাসা"।
♦"মহাকাল হয়ত আমার জন্যে প্রতিক্ষায় থাকবেনা, কিন্তু আমি তারই অপেক্ষায় "।
♦"ভিক্ষাবৃত্তি ঘৃণা কর, ভিক্ষুকে নয়"।
♦"সে ই মহা নির্বোধ, যে তার যৌবনকে সঠিক কাজে ব্যয় করলো না"।
♦"মানুষকে কভু করিও না অপমান, প্রত্যেক মানবের মাঝেই স্রষ্টা বিদ্যমান"।
♦"মহামানবেরা কখনোই অহংকার করেন না"।
♦"মানুষ মিথ্যে কথা দ্রুত বিশ্বাস করে"।
♦"বিপদ মানবের নিত্যসঙ্গী "।
♦"হৃদয়ের সম্পর্ক ভালবাসা, আর দেহের সম্পর্ক মিলন"।
♦"একবিন্দু প্রকৃত ভালবাসা, একসিন্ধু রক্তের চেয়েও উত্তম"।
♦"শতজনকে ভালবাসো মানা নেই, কিন্তু কারো মন ভেঙ্গে দিও না"।
♦"অর্থ আর স্বার্থ থেকেই মিথ্যার উৎপত্তি"।
♦"মানবের আশা আর ভালবাসা, কখনোই নিঃশেষিত হয় না"।
(চলবে......)
♥ধন্যবাদ♥