আপনারে আজও চেনা হল না,
   মিছেমিছি জগতভ্রমে, বাড়ালাম দেনা ।
            আত্মভেদ লতিফা, মুকাম,
                  আজও অচেনা,
      যারে সেবিতে, এলুম এ মহীতো,
                   সেও অজানা ।
     একবিন্দু জল হতে সৃজিলেন যেজন
                    স্বরূপে মোরে,
এ দেহভান্ডে কি রূপে ওরে, সেজন বসত করে ?
                তার ভেদ নিগূঢ় তত্ত্ব,
                    শুধুই তমস্যা,
            উদয় হল না আজও মোর,
                    জ্ঞানের সবিতা  ।
এ ভগ্নঘরে কোন মহাজন, আজও অজানা,
            কিরূপে তার আসা যাওয়া,
                    সন্ধান হল না ।
রিপুর বশে, কামের রসে, মগ্ন রইলাম জনম ভরে,
               মুর্খ আমি, সাধুর সঙ্গ,
            আজও উদয় হইল না রে ।
আব, আতশ, খাক, বাত, আঠারো চীজের দেহখান,
            কে কে দিল, কি সাধন তার,
               হইল না আজও সন্ধান ।
জীবাত্মার ছলে মজে, পরমাত্মা পাইনে খোঁজে,
                 চক্ষুবুজে হেরি শুধুই,
                     ঘোর অন্ধকার,
       হিসেব আজও মিলিলোনা, কে আমি ?
                      কেবা আমার  ।
যুগের পরে যুগ গেল, আত্মপরিচয় অজ্ঞাত র'ল,
                      আমি কি মানুষ ?
              আশরাফুল মাখলুকাত সাচ্চা  ?
    আত্মপরিচয়হীন ঘুরি ফিরি,কেমনে ঘুচিবে
                          এ লজ্জা ?
রসের বোঝা বয়েই গেলাম, চেখে দেখলাম না,
               কাম যমুনায় ডুবে মরলাম,
             আজও বুঝি মানুষ হলাম না ।

             --------০---------

রচনাকালঃ০২/০১/২০১৪  ইং