বুঝিনি তোমার ,    ভালবাসা ছিল ,
             গুপ্তচোরাবালি,
তাই তো মোর,  অন্তহীন ভালবাসা,
             পদে গেলে দলি ।
মনের হিল্লোলে,  ভালবাসার কল্লোলে,
              গিয়েছিলে যত পথ ,
বিপথে ফেলে মোরে, ভালবাসা দূরে ছুঁড়ে,
             লভে নিলে তুমি রাজপথ ।
তোমার নৃশংস অপঘাতে,এ হিয়া আজি সাঁঝেতে ,
             ডুবলো বুঝি মোর জীবন রবি ,
আগ্রাসী কৃত্রিম ভালবাসা, লুটিয়া নিয়েছে,
            মোর সবি ।
বিরান ভূমিতে ম্লান যেন, ভালবাসার তেজীয়ান,
              রক্তকরবী ,
আজি তাই শূন্য রিক্ত,  এই আমি,
             উদাসীন প্রেমের কবি ।
              
            ------০------

রচনাকালঃ২৬/১২/২০১৪  ইং