বর্গীদের গ্রাস হতে ছিনিয়ে এনেছি,
একখন্ড রক্তাক্ত ভূমি
আজ চুয়াল্লিশ বছর !
আজও তাতে ফলাতে পারি নি,
কাঙ্খিত ফসল।
অঙ্কুরিত ভ্রুণ দুর্নীতির পেষণে,
পিষ্ট হয় বারংবার !
যখনি একটু মস্তক জাগ্রত করে ন্যায়বাদী ভ্রুণ,
তখনি ছেঁটে দেয় তা,
বর্গীর চেলারা।
ওরা এখনও জনতার রক্ত চেঁটে খায়,
কলুষিত গায়ে বকের পোশাক !
মুখে আওরায়
চেতনার বিষ।
এ বঙ্গে স্বাধীনতা হয়েছে যেন,
শ্বাপদসংকুল অরণ্যের এক গুহা দখল !
হিংস্র জানোয়ারের
অভয়াশ্রম।
ওরা আজও ক্ষোভে
শহীদদের চেতনার হাড়গুড় চিবায়।
কে তাড়াবে ওদের ?
কে বাঁচাবে স্বাধীনতা ?
উদ্বাত্ত কণ্ঠে গেয়ে যাই,সেই জিহাদী শহীদদের,
চেতনার গান।
যাঁরা তাড়াতে পারে ওই হিংস্র জানোয়ার,
বাঁচাতে পারে,
এ অপদস্থ,
বঙ্গ স্বাধীনতার প্রকৃত সম্মান।।
'''''''''০ '''''''
রচনাকালঃ০৯/১২/২০১৪ ইং