স্বাধীনতা তোমায়,আর যেতে দেবো না কোথা,
শহীদের জমাট বাঁধা রক্তের স্তূপ,আর শুষে
নিতে দেবোনা,
সূর্যকেও।
তুমি যে লাখো শহীদের,রক্তমাংস হতে অঙ্কুরিত,
স্বাধীন বৃক্ষ। তোমার বেধির পাশেই রেখে দিবো,
শহীদের জমাট
রক্ত।
তুমি শুষে নিও আজীবন।যদি তাতেও তৃপ্ত না হও,
তবে দেবো,আরও দেবো,তাজা তাজা প্রাণের,
টগবগে রক্তের
স্রোত।
তবুও, ওহে স্বাধীনতা,তুমি আর যেওনা কোথা।
তুমি পুষ্ট হও,শহীদের রক্তেমাংসে, শ্রমিকের শ্রমে,
এ উর্বর শ্যামল বঙ্গ
মৃত্তিকায়।
তোমার তরে অকাতরে,একাত্তুরে দিয়েছি লাখো প্রাণ,
তাতেও যদি তৃপ্ত না হও,তবে আরও দেবো কোটি।
তবুও চির অক্ষত করে
রাখবো তোমায়,
ওহে বাংলার সাধনালব্ধ, কষ্টার্জিত মেহমান।।
''''''যবণিকা ''''''
রচনাকালঃ০৭/১২/২০১৪ ইং
হলুদিয়া,
মধুপুর, টাংগাইল।।