হানাদার গেল,দেশ জুড়ালো
   শান্তি এলো দেশে,
মুক্তিলয়ে ফিরলো গাজী,
    মুক্ত স্বাধীন বেশে।

মুক্তি এলো,মুক্তি এলো,
    মুক্ত হলো দেশ,
লাল সবুজের মাঝে এলো,
    সোনার বাংলাদেশ।

মুক্তি এলো, মুক্তি এলো,
      রক্তক্ষয়ী যুদ্ধ করে,
কত মার বুক খালি  হল,
    একটি স্বাধীন কেতন তরে।

কত মায়ের চোখের পানি,
     দু' লক্ষ সম্ভ্রমহানি,
ত্রিশ লক্ষ শহীদের পাশে,
      লাল সবুজের সূর্য হাসে,
মুক্তি এলো মুক্তি এলো,
      ষড়ঋতুর  এ বাংলাদেশে।।

         ------০------

রচনাকালঃ০৬/১২/২০১৪ ইং
হলুদিয়া,
মধুপুর,টাংগাইল।।