এ বাংলার মৃত্তিকা,
যেন আমার মায়ের পবিত্র উর্বর জঠর।
এ বাংলার, ফুল ফল ফসল,
যেন আমার মায়ের দুগ্ধপূর্ণ স্তন।
এ বাংলার, পাহাড়, পর্বত, সবুজ অরণ্য,
যেন আমার মায়ের অপূর্ব,রূপেপূর্ণ বদন।
এ বাংলার মৃদু মলয়ে দোল খাওয়া,ফসলের মাঠ,
যেন আমার মায়ের উড়ন্ত কেশ।
এ বাংলার শহীদের পবিত্র সমাধিভূমি,
যেন আমার মায়ের পবিত্র জায়নামাজ।
এ বাংলার শহীদের রক্তমাখা, পবিত্র পতাকা,
যেন আমার মায়ের পবিত্র আঁচল।
তবুও, মায়ের পবিত্র নয়নে,এ কোন হায়েনাদের প্রতিচ্ছবি?
যারা আঁকড়ে ধরেছে,শহীদের রক্তের গন্ধমাখা,
লাল সবুজে পূর্ণ,
মায়ের সেই পবিত্র আঁচল!
মাগো,ভয় করোনা।
তোমার অজস্র দামাল ছেলেরা,
ফের,রক্তসিন্ধু বহিয়ে,ধুয়ে দিবে তোমার চক্ষু।
তোমার মৃত্তিকায়,
আর গজাতে দিবোনা,রাজাকারের বিষবৃক্ষ।
হে বাংলা,
তোমার জনারণ্যে,আর মিশতে দিব না,
অত্যাচারী শোষক পরগাছা।
অতন্ত্রপ্রহরী হয়ে দমন করিবো, সহস্র হানাদার,হায়েনা,
তুমি যে আমার মমতাময়ী,
বীরাঙ্গনা মা।
'''''''''''''''''''যবণিকা ''''''''''''''
রচনাকালঃ২৯/১১/২০১৪ ইং