খোকা ঘুমিয়ে আছে, স্মৃতিসৌধ হয়ে!
অনন্ত ঘুমে.....।
আর পাশেই দাঁড়িয়ে মা!
রক্তেভেজা লাল সবুজ আঁচল নেড়ে,
ডেকে যাচ্ছে,
এ কোন স্বাধীনতাকে?

যে মৃত্তিকার বক্ষেতে আজো,
শহীদের রক্তের ঘ্রাণ মিশে আছে!
যে প্রকৃতির মাঝে আজো,
বারুদের গন্ধ মিশে আছে!
সেথায় কেন আজো,
হায়েনার কালো শ্বাস?

যে রক্তেভেজা মৃত্তিকায় আজো,
কান পেতে শ্রবণ করি,
স্বাধীনতার তরে,
সহস্রবোনের সম্ভ্রমহানির বীভৎস চিৎকার।
যে গগণে আজো,
পবনে পবনে ভেসে বেড়ায়,
অজস্র দামাল ছেলের বজ্রধ্বনি,
স্বাধীনতার তরে, বিদ্রোহী দুর্দমতা।
সেথায় কেন আজো,
পঁচিশের নৃশংসতা?

কেন রক্তেভেজা, লাল সবুজ আঁচল নেড়ে,
আজো অশ্রুভেজা অক্ষিতে,
অধীর প্রতিক্ষায় চেয়ে আছেন মা,
এ কোন স্বাধীনতার প্রতিক্ষায়?

তার খোকারা কখন আসবে,
নিয়ে সেই কাঙ্খিত পূর্ণ স্বাধীনতা?

      """""""""যবণিকা """"""""

রচনাকালঃ২৭/১১/২০১৪  ইং
হলুদিয়া,
মধুপুর, টাংগাইল।