হায়!
স্মৃতির চূড়াবালিতে পরে,হারানো সেই দিনগুলি,
        ধূসর বিবর্ণতায়, নিমগ্ন কুহেলিকায়।
            পিছু পরে থাকা,সময়ের স্তুপ,
                   ঝাঁঝালো গ্যাস  হয়ে,
অক্ষি খেঁচিয়ে  বারি ঝরিয়ে যায়  বারেবার।
              হায়! তবুও আমি নির্বিকার,
                            নিরুপায়।

ডাকি মন খুলে বারেবার,তবুও ফিরে আসে না'ক আর,
          সেই ছোট্রবেলার স্বর্ণালী দিনগুলি।
                এ অঘ্রাণে,  বাবার সনে,
                     বিলের কাদাজলে,
কাঁটিতাম আমন আর ধরিতাম ছোট ছোট মাছ।
            কাদাজলে গড়াগড়ি আর উল্লাসে,
                        নবান্নের  গান।

স্কুল ফাঁকি দিয়ে বরষার জলে বর্শি লয়ে বসে থাকা,
          দলবেঁধে তুলিতাম বিলের রক্তিম উৎপল,
                লাঁথিমেরে ভেঙ্গে দিতাম,
                    উঁই পোকার কাঁচা,
                                বাসা।
শীতের দিনে গোসলের অনিচ্ছায়,মায়ের বকুনি খাওয়া,
         বিকেলে ডাংগুলি আর কানামাছি।
               গ্রীষ্মের দিনে স্কুল ছুটি হলে,
                    বইগুলো লুঙ্গিতে বেঁধে,
একহাতে উপরে ধরে কোমর জলে সাঁতার কেঁটে,
                      বিল পাড়ি দেওয়া।

আরও কতই, না বলা স্মৃতি, আজও ভুলতে পারিনে।
           নতুন সময়গুলোও তিল তিল করে,
                 হারিয়ে যাচ্ছে,স্মৃতির
                        অথই তলে,
      ফের কোন একদিন কাঁদাবে  বলে।

                      """"""" যবণিকা """""'

রচনাকালঃ২৩/১১/২০১৪ ইং