আমাকে কেহ ছুঁতে এসো না,
আমি বিষধর বিষাক্ত কেওটে,
এটম বোম,আগ্নেয়গিরির প্রোজ্জ্বলিত,লাভা শিখা।
নীল হবে,ধ্বংস হবে,পুড়ে পুড়ে খাক হবে।

আমাকে কেহ থামাতে এসো না,
আমি ঝরেপরা উল্কাপিন্ড,
ক্ষিপ্রমাণ আবর্তিত গ্রহ।
সূর্য হতে ধসে পরা,জলন্ত ইলেক্ট্রন কণিকা।
সহস্র পৃথিবী সম্মুখে এলেও,
জ্বলে পুড়ে বাষ্প হবে।

আমাকে কেহ ভালবাসতে এসো না,
শুক্রের এসিড দগ্ধতা,আর মঙ্গলের
ঝলসানো লালচে বিবর্ণ,
বিরানভূমি এ হৃদপ্রান্তর।
যেথায় আবেগ,বিবেকের, নেই কোন অভয়াশ্রম।

আমি প্রসস্থ প্রক্সিমাসেন্ট্রাই,
তবুও সেথায় নেই, ভালবাসার কিঞ্চিত ঠাঁই।
সূর্যের মত জ্বলন্ত অন্যায় সহে সহে,
বুধের মতো পাথর হয়েছি,
আমি নিজেই,নিজেকে গুম করেছি।

আমাকে ধ্বংস করতে এসো না,
আমি নিজেই নিজের ধ্বংসের নেশায় মত্ত।
সমাজের কালো কীট, দুর্নীতির শূল ঢুকিয়ে গায়ে,
আমায় করেছে মতিভ্রম।
সুদ ঘুষ যৌতুকের রাজ্যে,
অবাধ নেশায় বিবেকে বিধ্বংসী ক্যান্সার।
বিকৃত বিবেকের শিকলে বাঁধা, আমার সভ্যতা।
জানিনে এ শিকল ছিঁড়বে কবে
সভ্যজগতে হবে সুবিবেকের পদার্পণ।

          -------০------
রচনাকালঃ১৯/১১/২০১৪ ইং
হলুদিয়া,
মধুপুর,টাংগাইল।