আরো দশটি বছর কেটে গেল,
শুকনো সেই লাল গোলাপটি,
আজও ঝরে গেলোনা।
ওগো প্রিয়ে মম তরে,আদরে ভরে,
দিয়েছিলে যে ফুলটি,
আজও তাহা রেখেছি যতনে।
কিন্তু তুমি.......?
তুমি আজ কোথায়, আমায় ভুলে?
হয়ত আজি তুমি, অন্যের শয্যাসেবী,
আর নিষুপ্ত অন্ধকারে,
আমার এ পৃথিবী।
আমি সদ্যফুলের,বাঁসি ভালবাসাটুকু,
মনের রাজ্যে বেঁধে রেখেছি,
স্বযতনে অনন্তকাল,
শত যাতনা, শত অবহেলা বক্ষে লয়েও,
এ ভালবাসাটুকু রবে অম্লান।
ওগো প্রিয়ে,আমি তো চেয়েছি তোমায়,
আর তোমার ভালবাসা,
আর পেয়েছি শুধুই,একটি লাল গোলাপ।
যার আর কোন সুবাস নেই,
কেন জানো?
তুমি নেই বলে,এ জীবনে।
এ কেমন ভালবাসা, দিলে গো আমায়,
আমি তো ভালবেসে চেয়েছি,
বক্ষে রাখতে তোমায়।
আর তুমি,
একটি শুকনো গোলাপ হয়ে,
পড়ে আছো মানিব্যাগে!
তবুও ঝরে যাওনি,মন থেকে।
যবে মোর নেত্রযূগল,হবে গো চিরমলিন,
তবেও মোর ভালবাসা,
রবে গো চির অমলিন।
কষ্টের কাঁটায় ব্যাথিত হয়েও,
ব্যথার মাল্য গাঁথবোই,
তোমায় আমি ভালবাসি,চির দিনই বাসবই।
অনন্তকাল অঝর ধারায়,ভালবেসে যাবো,
বিনিময়ে বাঁসি ফুলের,
সুবাসটুকুই নেবো।
শুকনো ফুলের ভালবাসা,বাঁসি হলেও মরবেনা,
সব ফুল ঝরে যাবে
তবুও এ ফুলটি ঝরবেনা ।।
""""''''"যবণিকা """""
রচনাকালঃ২১ /০৬/২০০৮ ইং
হলুদিয়া
মধুপুর,টাংগাইল।