আমাকে শক্ত করে আঁকড়ে ধরো বাবা!
তোমার বক্ষ হতে আমাকে,
ছিনিয়ে নিতে দিওনা।
ওরা আমার সাদা জামাটি লাল করে দিয়েছে।
এবার বুঝি মোর,
রক্তাক্ত মাংস শোষে খাবে !
আমাকে শক্ত করে আঁকড়ে ধরো বাবা!
আমার বড্ড ভয় হচ্ছে।
ওঁই দেখো? কে যেন আমাকে,
চিরদিনের তরে নিতে এসেছে!
না বাবা ! আমি তোমার কোল হতে,
কোথাও যাবো না।
আমাকে শক্ত করে আঁকড়ে ধরো বাবা!
আমি ঘুমিয়ে যাচ্ছি তোমার বক্ষে,
চিরদিনের ঘুমে!
স্কুল বুঝি ছুটি হয়েছে বাবা!
"চিরদিনের ছুটি"!
ওরা স্কুলটি গুঁড়িয়ে দিয়েছে,
আরো অনেকের ছুটি,আমার সাথে!
"মায়ের সনে আর বুঝি, দেখা হলো না"!
মাকে বলো,"খোকা ঘুমিয়েছে, চিরদিনের ঘুমে"!
আর ডেকো না।
আমাকে শক্ত করে আঁকড়ে ধরো বাবা!
আমার বড্ড ভয় হচ্ছে!
আমার ঠোঁট কাঁপছে,
জিহ্বা বেড়িয়ে আসছে!
বড্ড কষ্ট হচ্ছে বাবা........!
খোকা, কথা বল................?
তার খোকা যে আর কথা বলেনা!
চিরনিদ্রায় ঘুমিয়েছে!!
কেন এ বর্বর হামলা, মুসলিম শিশুদের উপর,
গাঁজায় জাতিসংঘ স্কুলে?
কি চায় ওঁই ইহুদি কাফেরেরা?
আর কতো রক্ত চায় মুসলমানদের?
ওরে মুসলমান,
আর কতো সইবি অপমান?
প্রতিশোধের মশাল জ্বালা,
ডুবিয়ে দে অত্যাচারী, জালিমের,
জুলুমের ভেলা।
জেঁগে ওঠরে,মুসলিম বীর,
চির সমুন্নত করে,
সত্য,ন্যায়ের শির।
"""""যবণিকা"""""
রচনাকালঃ১৩/০৮/২০১৪ ইং