ঘোর নিশীথের তমস্যাছন্নতা,
সভ্যতাকে গ্রাস করেছে,
ন্যায়ের অন্তরীক্ষেও জ্বলে না'ক,
প্রদীপ্ত শামস, নক্ষত্ররাজি।
সুপ্ত প্রভা বক্ষে চেপে,
যেন ত্রাসের পিষ্ঠে অবরুদ্ধ বিবেক,
শুধুই নির্জীব, নিরব,নিস্তব্ধ,
বুঝি সভ্যতার বিবেক,
আজি বাকরুদ্ধ!!
"""""যবণিকা """"
রচনাকালঃ০৯/১১/২০১৪ ইং