ধনীর ক্রন্দন অর্থের তরে,
মধ্যবিত্তের সম্মান,
এতীম, অনাথ, অসহায় কাঁদে,
বাঁচাতে তাদের প্রাণ।
নেতার ক্রন্দন ক্ষমতার মোহে,
পাতির ক্রন্দন নেতা,
পেটের দায়ে যারা,ধূলোয় লুটায়,
বুঝেনা কেহ তাদের ব্যথা।
ধনীর দুলালীর ক্ষোভে ক্রন্দন,
এসি গাড়ী নেই বলে,
গরীবের দুলালী মহাখুশি,
নতুন জামা পেলে।
ধনীর বাড়ির পোষা কুকুর,
যে খাবারে,নাক কুচঁকে স্ফীত,
বুভূক্ষু অসহায় ছিন্নমুকুলের তরে,
তাহাই যেন অমৃত।
রাস্তার পাশে পড়ে থাকা,
বুভূক্ষু শিশুটি,
ক্ষুধার তাড়নায় জীবন বাঁচাতে,
অপরাধ হয় বসতি।
প্রথমে চুরি,ছিনতাই, রাহাজানি,
তারপর খুন,ডাকাতি,
তিল তিল করে ওরাই হয়,
অপরাধ জগতের অধিপতি।
কোন অর্থবান যদি,
ওই শিশুটি করিতো লালন,
হয়ত সে ই একদিন,
গড়িতো সুন্দর ভূবন।
ওহে ধনবান,ছেড়ে দাও অর্থের মোহ,
নেমে এসো নিচতলায়,
বাড়িয়ে দাও মানবতার হস্ত,
মিশে যাও ওদের সাথে,
দেখিবে সেথায় পরম সুখ,
মহত্বের রবি উদিত তোমার,
অরুণ,বরুণ প্রাতেঃ।
"""যবণিকা "'"
রচনাকালঃ৩০/১০/২০১৪ ইং