এই পৃথিবী জুড়ে শুধুই,
যোগ বিয়োগের খেলা,
কোথাও সূর্য উঠে আবার,
কোথাও ডুবার পালা।
কোথাও আলোর ছড়াছড়ি,
কোথাও অন্ধকার,
কোথাও স্বপ্ন গড়ার পালা,
কোথাও বা ভাঙার।
নদীর স্রোতে একূল ভাঙে
ও কূলকে গড়ে,
কারো জীবন আলোয় ভরা,
কেউ বা অন্ধকারে।
কারো মুখে সদাই দেখি,
হাসির ছলছল,
কারো আবার চিরদিনই,
দুঃখই সম্বল।
বুক ভরা স্বপ্ন নিয়ে,
কেহ বাঁধে বাসা,
কারো আবার জীবন জুড়ে,
শুধুই হতাশা।
কারো জীবন জুড়ে শুধুই,
সুখ স্বপ্নের খেলা,
কারো আবার অবেলাতেই,
ডুবে যায় বেলা।
সুখের সন্ধান পায়না কেহ,
শত কষ্ট করে,
কেহ আবার না চাহিতেই,
পাহে হৃদয় ভরে।
কোথাও হর্ষ, কোথাও বিষাদ,
কোথাও ভাল মন্দ,
কারো আবার চোখ থাকিতেও,
চিরদিনই অন্ধ।
কোথাও উত্থান, কোথাও পতন,
কোথাও ভাঙা গড়া,
কোথাও নবীন স্বপ্নে সাঁজায়,
সুখ স্বপ্নের ধরা।
আগুন নিয়ে খেলেও কেহ,
পায়নি পুড়ার জ্বলা,
আবার কেহ না পুড়িতেও,
সহে নরক জ্বালা।
রাশি রাশি ধনের মাঝেও,
ভরে না কারো বুক,
আবার কেহ নিঃস্ব হয়েও,
পায় পরম সুখ।
কোথাও জোঁয়ার, কোথাও ভাঁটা,
কোথাও নিটোল জল,
কোথাও আবার স্রোতের টানে,
ভাঙে ভাঁটির স্থল।
কেহ থাকে মহাসুখে,
অট্টালিকার পরে,
কেহ আবার কষ্ট পায়,
ভাঙা কুঁড়েঘরে।
আমি বিয়োগ হলে সেথায়,
আসবে আরেক জন,
হয়ত সেজন সুখে দুখেই,
সাজাবে ভূবন।
ভাঙা গড়া,উত্থান পতন,
সবই স্রষ্টার লীলা,
এ পৃথিবী জুড়ে তাইতো,
যোগ বিয়োগের খেলা।
-------০--------
রচনাকালঃ০৫/০৫/২০১৩ ইং