যদি জমে প্রেম তোমার মনে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
বিন্দু বিন্দু আমার এ প্রেম,
হয়ে সিন্ধুসম তোমার মনে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
ক্ষুদ্র ক্ষুদ্র ধূলি কণায় অদ্রিসম,
কাদম্বিনীর কালো কেশের মত,
নীল গগনে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
শুভ্র নীহার কণায় হিমালয়ের মত।
নির্ঝর ধারায় তোমার প্রেম,
যদি বহে মোর মনোসিন্ধু পানে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
যদি জমে প্রেম তোমার মনে,
শ্যাওলার মত, দিঘির ধারে,
কুহেলিকার মত, শীতার্ত নিশীথে,
বিহঙ্গের মত, সাঁঝের ক্ষণে,
হবে প্রেমো লীলা,
প্রেমো খেলা,
নির্জনে,
প্রেম কাননে,
তোমার সনে।
চলবে........................
(চূড়ান্ত খন্ড আগামী কাল।)
রচনাকালঃ০৩/০৮/১৪ ইং