তোমার চোখের তারায় আমি,
জ্বলবো নিরবধি,
দূর গগনে হারিয়ে যাব,
আমায় ভুলো যদি।
তোমার মনের সিংহাসনে,
প্রেমের মকুট পরে,
করবো তোমার রাজ্য শাসন,
অনন্তকাল ভরে।
প্রেমের মাল্য পরাবো তোমায়,
ওহে হৃদ প্রমোদি,'
দূর গগনে হারিয়ে যাবো,
আমায় ভুলো যদি।
তোমার চোখের তারায় আমি,
খেলবো শত খেলা,
সর্বদিবস গাঁথিবো সখি,
তোমার প্রেমো মালা।
পুষ্প হয়ে সুবাস দিবো,
তপন হয়ে আলো,
অনন্তকাল উজার করে,
বেসেই যাবো ভালো।
কন্ঠে পরাবো নীলমনিহার,
ওহে যৌবনবতী নদী,
দূর গগনে হারিয়ে যাবো,
আমায় ভুলো যদি।
তোমার চোখের তারায় আমি,
প্রেমো মধুকর হয়ে,
তোমার মনো কানন ভ্রমিবো,
গুনগুন সুর লয়ে।
হিয়ার ব্যাকুল তিয়াস পূরিবো,
তোমার ভালোবাসায়,
কবে পাবো আপন করে,
শুধুই প্রতীক্ষায়।
আমায় ভালবাসো বা না বাসো,
তোমায় বাসবো ভালো,
মন গগনে অন্ধকারে,
দিবো শশীর আলো।
তোমার চোখের তারায় রাখবো,
প্রেমো প্রদীপ জ্বেলে,
দোহাই সখি নিভিয়ো না তা,
চোখের তপ্ত জলে।
নিভে যদি যায়,তোমার ওঁই চোখ,
কাল শমনের ঝড়ে,
সত্যিই সখি বাচঁবো না'ক,
আমিও যাবো মরে।
""""""""""" যবণিকা """""""""""""