যখন ডেকেছি ভালবাসার সুরে,
থেকেছো তখন অহংবোধে,
মঙ্গলসম দূরে।
এখন তুমি অন্যের ধন, থাকো অন্যের ঘরে,
বৃথা কেন ডাকো মিছে,
পরকীয়া সুরে।
দিয়েছিলে যেটুকু প্রেম, অধীক দিয়েছো ছলনা,
অচেনা গ্রহে অচেনা সুরে,
মত্ত ওহে ললনা।
তবু্ও কেন পিছন পানে, ডাকো আমারে,
অস্ত যাওয়া সময় রবি,
আসবে কি আর ফিরে ?
আমি তো তোমায় উজার করে, আজো বাসি ভালো,
তবে কেন শূচি প্রেমে,
পরকীয়ার বিষ ঢালো ?
অন্যের ধনে পকেট ভরার, বাঞ্ছা হৃদে নেই,
কামনার উদর পূরিবো না হয়,
ছলনার জল দিয়েই।

-সংশোধিত