বৃক্ষশাখে দোলা দেয় সমীরণ,
কিশলয়ে জাগে প্রশান্তির স্পন্দন,
পুড়ে যায় খাঁ খাঁ প্রান্তর,
বরষা বিনে জুড়ায় কি তার অন্তর?

হৃদয়ের প্রান্তে পুড়ে যাওয়া বসন্ত,
অক্ষিতে অঝর বরষা নিরন্ত,
ভালবাসা কি এমনি হয়,
বিরহ বিষণ্নতা মেনে নেওয়াই পরাজয় ?

যদি  গো তাই হয়,তবে দাও বিষণ্নতা,
পরাজয়ের গ্লানি নিয়ে লিখব কবিতা,
পুড়ে যাওয়া বসন্তের ছাই মেখে নিবো,
ভালোবাসা না পেলেও,অপবাদ তো পাবো।
-

সংশোধিত