ওটুকুও মুছে নিও, সুস্বপ্নের প্রসাধনী মেখে।
হৃদয়ে লেপ্টে থাকা ছোপ ছোপ বিষণ্নতার দাগসমেত,
কতো পথ পাড়ি দিয়ে ওরা আজ ক্লান্ত স্রোতে নীড়হারা বিষণ্ন বিহগ।
তুমি তো আপন হস্তেই উপড়িয়েছো শপথ বৃক্ষ,
পৃথক করেছো মৃত্তিকা হতে মূল শিকড় ডাল।
তবে কেন বৃথাই জলসেচন,
পিছু ফেরার  মিছে আয়োজন ?

না,
তা কি হয়?
পাল্টে নিও সবটুকুও,
যেটুকু আমায় পাবার ব্যর্থ নিশানায় বৃআস্ফালন।
বিলিয়ে দিও তাকেই অবশিষ্ট সুখ,
ভাসিয়ে দিও সময়ের স্রোত শ্যাওলায় আমার স্মৃতিগুলো।
আমি কাষ্ঠ হয়েই জ্বলে যাব অর্নিবান,
পুষ্প ফোটাতে হয়ে আর এসো না, পুড়ে যাওয়া কৃষ্ণবনে।

-সংশোধিত