মহাবিশ্বের অংশুমালীর চোখে মহাযুগের ছানি
যেন ধূসর কাল শর্বরীর অন্তহীন তমস্যায়
ঘোর কালো এ প্রান্তর।
পাশ্চাত্য নগ্ন সভ্যতার নির্গত শ্লেষে শ্বাসরুদ্ধ জীবন
যেন সেই আদিম জাহেলিয়ার নগ্ন আঁচড়
জ্বালাময়ী দাজ্জালের ভয়ঙ্কর থাবা
ছায়া ফেলেছে বঙ্গভূমে।
পদে পদে লাঞ্চিত ধর্ষিত সভ্য সভ্যতার বিবেক।
দু্র্নীতি অবিচার ব্যবিচার জুলুম
যেন মুষ্টিবদ্ধ করে আঁকড়ে ধরে চিরেকুরে খাচ্ছে এ সভ্যতা।
সত্য নিষ্ঠা সততা আজ রাবন কারাগারে
পদে পদে ত্রাস কালো অস্ত্রের দাপট
অর্থলোলুপ করালগ্রাস
ক্ষমতার অতৃপ্ত মোহে চরম স্বার্থপর এ সভ্যতা।
এখানে বিবেক ম্লান,
উদারতার বিনিময় বদনাম।
চাক্ষুষে লুণ্ঠন অবলার সম্ভ্রম
নিষ্পাপ শিশুর গলে পশুর ছুরি
ধুকে ধুকে মরে গণতন্ত্র নির্লজ্জ বেহায়ার মতো।
হে বাঙালি,
আবার কবে তোরা মানুষ হবি,সভ্য সভ্যতার সেই উন্নত মানুষ।
-সংশোধিত