আমি হয়তো নদী হলেই ভালো হতাম,
যৌবনের সমস্ত ক্লেশ ধুয়ে মুছে নিতাম জোঁয়ারের জলে।
কখনো আগ্রাসী হয়ে ভেঙে দিতাম দখলদারীর স্থাপনা,
আবার উর্বর পলিতে ফলাতাম সবুজ ফসল,
পরম আদরে ধুয়ে দিতাম নববধূর গা,
একঝাঁক কচুরীপানার ফুলে সাজাতাম আমার সংসার
প্রিয়ার বুকের কোমল মাটি চুমে চুমে এঁকেবেঁকে বয়ে যেতাম জীবনের অচেনা পথে।