যতটা আঘাতে পেয়ে পাথর গলে ধূলোয় মিশে
যতটা দহন যাতনা লয়ে বরফ গলে গলে বাষ্প হয়
যত টন চাপের নিষ্পেষণে বালিকণা জমে জমে পাথর গড়ে
তার চেয়েও শতগুণ দহন যাতনায় দগ্ধ হই অহর্নিশ।
তবুও তোমার প্রেমের পয়োধি নিঃস্রোতাই বয়ে যায়
নিশীথিনীর একবিন্দু নীহার
আজও পেল না তোমার মনের দূর্বা।
পাথর স্তম্ভে শমন তানে গেয়ে যায় অরণ্য পিক,
ব্যকুল তিয়াসে অচলচূঁড়া সয়ে যায় রৌদ্র দাহন,
কাদম্বিনীর এলোকেশ তবুও অস্পর্শা।
তোমা ছলে অঙ্গজ্বলে
তুষ্ণা দগ্ধতা প্রাণে,
তবুও মনের খিঁড়কি এঁটেছো নিঠুর অভিমানে।
--
(সংশোধিত )