কি হবে আর শুকনো পাতার মরমর গান শুনে,
কি হবে আর প্রভাত পাখির মধুপ্রভা তানে,
কিরণবালার কিরণপ্রভা ছড়ায় না এ মনে।
মনের ভগ্ন চিলেকোঠায় একটি চঁড়ুই পাখি,
বিরহ বরষায় ভিজে ভিজে করে ডাকাডাকি।
কি হবে আর অন্ধকারে ঙসিক্ত ডানা ঝাঁপটিয়ে,
কি হবে আর বেঁচে থাকার মুক্ত বাঞ্ছা নিয়ে।
কি হবে আর তোমার তরে ব্যর্থ প্রহর গুণে,
নিশীথের কালোজল মেখেছি এ মনে।
জোনাকির আলো নেভা নিস্তব্ধ ঝিঁঝিঁময়,
আমার এ নিশীথ কভু ভোর হবার নয়।
কি হবে আর শূন্য হৃদে ধন্য ধন্য বলে,
আমার গাঁথা নিশীথ মালা শোভে না কারও গলে।
আমি তো ছিলেম ভালই ছিলেম সপ্তরঙ নিয়ে,
কেন এলে ক্ষণিক সুখের কালবৈশাখী নিয়ে ?
এ হৃদয় যেন আজ হারিয়ে গেছে অচেনা গহিন অরণ্যে,
নিশীথের কালোজল মেখেছি তাই এ মনে।
-সংশোধিত
রচনাকালঃ
২১/০৯/২০০৭ ইং