প্রেমে সৃজন এ ব্রহ্মান্ড, আদম রাসূল পরওয়ারে,
যে পিয়েছে প্রেমের মধু,
সে ই হয়েছে সিদ্ধ সাধু,
কেটে গেছে সকল আঁধার স্বরূপ দর্পন নেহার করে।
প্রেমের বলে, ভূবন দোলে,
আঠারো মোকামে বাত্তিজ্বলে,
নিগূঢ় খেলা খেলে তাঁরাই, ডুবে যারা সিন্ধুতলে।
নূরে নূরে নীরে ক্ষীরে,
তিন রঙে এক রূপ ধরে,
মিশে তাঁরা একই স্রোতে,আদম সুরত প্রকাশ তাতে।
নারীর মাঝে কিঞ্চিত সুধা,
আদম তাতে মেটায় ক্ষুধা,
কতো সুধা নিগূঢ় প্রেমে, দেখনা মন নেমে,
যে নেমেছে সে ই পেয়েছে,
অমর হল চিরতরে,
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সেজন, শুদ্ধ মানুষ বলি তাঁরে।
-সংশোধিত