পৃথিবী ধ্বংসের গন্ধ পাচ্ছি !
মিলিয়ন মিলিয়ন নিরীহ প্রাণির পোড়া দেহাংশ
আর মানুষের রক্তের গন্ধ শুকে শুকে
দিব্যি  বেড়ে উঠছি,
অথচ সামান্য শীতে কম্বল টেনে ঈশ্বকে গালি দিই।
কিন্তু বুঝতে চাই না,
ঈশ্বরও শীতার্ত ক্ষুধার্ত হয়ে শুয়ে থাকে এক কাপড়ে রাস্তার পাশের মানুষগুলোর সাথে।
আমরা মানুষ,
স্বার্থের তরে হই পশুদের চেয়েও হিংস্র,
নিজেদের  আক্রোশ ক্ষমতা আর রাজত্বের মোহে নিজেরাই হই আগ্রাসী যুদ্ধবাজ
দুর্বলের পিঠে ভর করে হাতির পিঠে চড়া আমাদের স্বভাব
অথচ একটি কোমল শিশুর বেঁচে থাকার স্বপ্ন,
আমাদের রক্তচক্ষে ভাবনার আল্পনা আঁকে না।
আমরা একটি ক্ষুধার্ত শিশুর বুকেও গুলি চালিয়ে বলি -
"এখানে তোর মায়ের বুকের দুগ্ধ শুকিয়ে গেছে,যা স্বর্গ গিয়ে রুটি খা"।
তবুও আমরা মানুষ,
বিধাতার নিপুণ হাতে গড়া মানুষ
কিন্তু মস্তিষ্কে পশুত্বের নেশা।

-