মুক্তমনের পাখি আমি,
স্বডানায় ভর করে উড়ে চলি দূর অজানায়।
মেঘহীন এ গগণ,পুরোটাই আমার শহর।
পারো তো এসো,
এ শহরে,
রৌদ্র হয়ে পোড়াতে নয়,
পূর্ণদীপ্ত শশী হয়ে।
আমি মুক্তডানায় মাখবো তোমার জোছনা।
না হয় এসো মুক্ত পাখি হয়ে
দুর্বার ডানায় আমার সনে,
দু'জনায় হারিয়ে যাব ভালবাসার গহিন বনে।
-সংশোধিত